
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর পর সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে গোটা বিশ্বের কাছে এক ঘরে করতে এবার এক অভিনব কূটনৈতিক পন্থা নিল কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কয়েকজন ব্যক্তিকে নিয়ে মোট ৫৯ জনের সাতটি প্রতিনিধি দল আগামী কিছুদিনের মধ্যেই বিশ্বের ৩২টি দেশে পৌঁছে গিয়ে ভারত কীভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার এবং কীভাবে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা বিভিন্ন দেশ এবং ভারতকে বারেবারে রক্তাক্ত করছে তা তুলে ধরবেন।
পাকিস্তানের প্ররোচনামূলক আচরণের বিরুদ্ধে ভারতের সমস্ত রাজনৈতিক দল যে এককাট্টা এবং 'অপারেশন সিঁদুর' সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এক ঐক্যবদ্ধ প্রয়াস বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে তৈরি এই প্রতিনিধিদলগুলোর মাধ্যমেও ভারত সরকার তা বিশ্বের কাছে তুলে ধরবে।
দেশের সংসদীয় দলের মন্ত্রী কিরেন রিজিজু নিজের সমাজের মাধ্যমের পাতায় সাতটি প্রতিনিধি দলের সদস্যদের যে তালিকা প্রকাশ করেছেন তাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে কেবলমাত্র বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান রয়েছেন।
রিজিজুর দেওয়া তালিকা অনুযায়ী, ইউসুফ পাঠান যে প্রতিনিধি দলে রয়েছেন তার নেতৃত্ব দেবেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। ইউসুফ পাঠান-সহ ৯ জনের ওই প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে 'অপারেশন সিন্দুর' এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সমস্ত রাজনৈতিকদলের বক্তব্য তুলে ধরবেন বলে জানা গিয়েছে।
সংসদীয় মন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী আমেরিকাগামী দলটিকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ ডঃ শশী থারুর, রাশিয়াগামী দলটিকে নেতৃত্ব দেবেন ডিএমকে নেত্রী কে কানিমোজি এবং ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলিতে যে দলটি যাবে তার নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ।
বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে একটি প্রতিনিধি দলের সদস্য নির্বাচন করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন ,'আমার ধারণা ইউসুফ যেহেতু গুজরাটের বাসিন্দা তাই তৃণমূল নেতৃত্বের অনুমোদন না নিয়েই কিরেন রিজিজু তাঁকে একটি প্রতিনিধি দলের সদস্য করেছেন। তবে এই প্রতিনিধি দলে যোগ দেওয়ার আগে ইউসুফ পাঠান যদি দলের শীর্ষ নেতৃত্বের মতামত নিয়ে নেন তাহলে ভালো হয়।'
তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত রাজ্য সম্পাদক তথা রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, 'এটা খুবই আনন্দের খবর যে বহরমপুরের সাংসদ এত গুরুত্বপূর্ণ একটি প্রতিনিধি দলের সদস্য নির্বাচিত হয়েছেন এবং দেশের হয়ে বক্তব্য রাখতে বিদেশ যাচ্ছেন।'
দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, 'ইউসুফ পাঠান বহুবার ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেশকে গৌরবান্বিত করেছেন। আমরা আশা করবো রাজনীতির ময়দানে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে নেমে ফের একবার তিনি আমাদের মুখ উজ্জ্বল করবেন। বহরমপুর তথা মুর্শিদাবাদের সমস্ত স্তরের মানুষ দেশের প্রতিনিধি দলের তাঁর অন্তর্ভুক্তিতে গর্বিত। '
যদিও রাজ্য তৃণমূলের অপর এক সম্পাদক তথা নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন ,'বিষয়টি এত বড় যে এই নিয়ে একমাত্র আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি , সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অথবা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মন্তব্য করতে পারেন। আমি কিছু বলব না।'
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত